আবদুল খালেক (Abdul Khalek)
ড. আবদুল খালেক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে বি.এ. (অর্নাস), পাকিস্তান কাউন্সিল স্কলারশিপ নিয়ে পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোর, থেকে ফলিত মনোবিজ্ঞানে এম.এস.সি., যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট্ বিশ্ববিদ্যালয় থেকে মানব উন্নয়ন ও পরিবার বিজ্ঞানে এম.এ. এবং বেলজিয়াম সরকারের বৃত্তি নিয়ে ক্যাথলিক বিশ্ববিদ্যালয় লিউভেন থেকে ১৯৮১ সালে মনোবিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে রিসার্চ স্কলার হিসেবে যোগদান করেন। একই পদে কর্মরত থাকা অবস্থায় তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের প্রফেসর পদ থেকে অবসর নিয়ে তিনি যুক্তরাষ্ট্রের কানেক্টিকাট্ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ভিজিটিং শিক্ষক হিসেবে যোগদান করেন। ১৯৯৯ সালে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন পরিবার বিজ্ঞান বিভাগের এ্যাডজাংক্ট প্রফেসর এবং একই বিভাগের সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে যোগদান করেন। তিনি ২০০১-২০১৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের হার্টফোর্ড বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। শিক্ষকতা ও গবেষণার ক্ষেত্রে কৃতিত্বপূর্ন অবদানের জন্য ২০১২ সালে হার্টফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে ‘সার্টিফিকেট অব অনার’ প্রদান করে।
এছাড়াও তিনি নিউজিল্যান্ডের ওটাগো বিশ্ববিদ্যালয়, ভারতের দিল্লি বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং শিক্ষক ছিলেন। তিনি বর্তমানে কানেক্টিকাট্ বিশ্ববিদ্যালয়ের মানব উন্নয়ন ও পরিবার বিজ্ঞান বিভাগে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত আছেন।
এ পর্যন্ত তাঁর ১৫টি গ্রন্থ ও ১২০টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়াও ইউরোপ ও আমেরিকার বিখ্যাত গবেষকদের সম্পাদনায় প্রকাশিত ৪২টি গ্রন্থে তিনি চ্যাপ্টার লিখেছেন।
This collection is empty
Continue shopping