খুলনা জেলা জজ কোর্টের প্রয়াত আইনজীবী আরশাদ আলী’র কনিষ্ঠ পুত্র তাহমিদ হাসান ১৯৬৭ সালের ২২ অক্টোবর খুলনা শহরে জন্মগ্রহণ করেন। পিতার আদি নিবাস সাতক্ষীরা জেলার কালীগজ্ঞ উপজেলার ধূলীয়াপুর গ্রামে। তাঁর অকাল মৃত্যুতে সাতক্ষীরায় মাতুলালয়ে বেড়ে ওঠা। প্রথম যৌবনের প্রথম প্রেম ছিল কবিতা ও মেহনতি মানুষের মুক্তির স্বপ্ন। স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং বিপ্লবের স্বপ্নভঙ্গের পরে নতুন স্বপ্নের হাতছানিতে ১৯৯৬ সালে ২৯ বছর বয়সে ইউরোপে (জার্মানি, ইতালি) অভিবাসী জীবন। দ্বিতীয় স্বপ্নের চোরাবালিতে নিজেকে হারিয়ে খোঁজাÑ মোহমুক্ত হয়ে দীর্ঘ নয় বছর পরে স্বেচ্ছায় ঘরে ফেরা। অতঃপর আনাড়ি বালকের মতো সংসার-সাগরে হাবুডুবু খাওয়া। সবশেষে ২০১৯ সালে মায়ের (বেগম জাহানারা আলী) করুণ মৃত্যু এবং সন্তান হিসাবে তাঁর অন্তিম যাত্রার সঙ্গী হতে না পারার গভীর বেদনাবোধের বহিঃপ্রকাশ ‘মেঘদূত’ ও অন্যান্য সনেটসমূহ। ফলশ্রুতিতে ৫৫ বছর বয়সে প্রথম কাব্যগ্রন্থ ‘শাশ্বত সংলাপ’।