জাহিদ রেজা

জাহিদ রেজা

জাহিদ রেজার জন্ম বরিশালে। বড় হয়েছেন ঢাকার আজিমপুরে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে অনার্স শেষ করে ১৯৮১ সালে আমেরিকাতে পাড়ি জমান। ইউনিভার্সিটি অফ নর্থ ওকলাহোমা থেকে বি.বি.এ এবং এম. বি.এ ডিগ্রি অর্জন করেন। সার্টিফাইড পাবলিক একাউন্টেন্ট হিসাবে লাইসেন্স অর্জন করার পর আমেরিকার কর্পোরেট ভুবনে তাঁর পেশাগত জীবন শুরু হয়। ডালাস শহরে একটি সিপিএ ফার্ম এবং একটি ট্যাক্স কনসাল্টিং ফার্মের কর্নধার হিসেবে তিনি নিয়োজিত। বাংলাদেশে থাকাকালীন জাহিদ রেজা নিয়মিত বিভিন্ন পত্র-পত্রিকাটি লেখালিখি করতেন। তিনি ঢাকার ‘নাট্যচক্র’ থিয়েটারের সাথে জড়িত ছিলেন এবং কয়েকটি মঞ্চনাটকে অভিনয় করেছেন। আমেরিকার দীর্ঘ প্রবাস জীবনে জাহিদ রেজা বিভিন্ন সাহিত্য ও সাস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে জড়িত রেখেছেন। প্রবাসের বিভিন্ন মঞ্চনাটক এবং ডালাসে নির্মিত কয়েকটি টেলিভিশন নাটকে তিনি অংশগ্রহণ করেছেন। উত্তর আমেরিকা সাহিত্য ও সাস্কৃতিক সম্মেলন এবং ডালাস বাংলা চলচিত্র উৎসব অয়োজনে সক্রিয় ভাবে সংযুক্ত ছিলেন। তিনি ‘সপ্তবর্ণা’ নামে ডালাসে প্রথম বাংলা রেডিও অনুষ্ঠান প্রচারের উদ্যোগ নেন। আমেরিকার মূল সাংস্কৃতিক ধারার সাথে বাংলা সাহিত্য ও সংস্কৃতির পরিচিতি, প্রসার ও চর্চার লক্ষ্যে ‘বাংলা ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস এন্ড মিডিয়া’ (বিপাম) নামে একটি ননপ্রফিট সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
জাহিদ রেজা বিবাহিত এবং তার স্ত্রী নাসরিন ইব্রাহিম রেজা প্রবাসের একজন সুপরিচিত সংগীতশিল্পী। তাঁদের তিন পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে।