তানভীর তারেক

তানভীর তারেক

জীবনে বাড়তি আড়ম্বর রাখতে ভালো লাগে না বলেই ঘরকুনো থাকতে ভালোবাসি। নির্দিষ্ট আড্ডার বাইরে ‘কোলাহল’ নামের নিজস্ব প্রতিষ্ঠানে সৃজনশীল চর্চার অবিরাম চেষ্টা এখন। আমার কোনো লক্ষ্য নেই। কারণ নিয়তির প্রতি আস্থা আর প্রচণ্ড বিশ্বাসী মানুষ বলেই পরিশ্রম করে যাওয়াকেই জীবনের গতিপথ মনে করি। কাজের ক্ষেত্রে মনবাদশা হয়ে চলার কারণে অনেক কিছু ফিরিয়েও দিয়েছি। তাতে আক্ষেপ নেই। আনন্দ আছে! আমি জনপ্রিয় নই, জন পরিচিত হিসেবেই নিজেকে দাবি করি। কখনো প্রাপ্তির আশায় কাজ করি নি। লেখালেখি, সংগীত বা কন্টেন্ট ক্রিয়েশন কোনো কিছুই থামাই নি। বরং এর প্রতিটি কাজেই স্বতন্ত্র থাকার চেষ্টা করেছি।
পাঠক বা শ্রোতাকে কাছে টানার বাসনা আমারও খুব। তবে পাঠকের মতো করে নয়, আমার নিজস্বতা দিয়ে পাঠককে আলিঙ্গনের চেষ্টা আমার। চাওয়া শুধু একটাই, দেহের মৃত্যুর আগে যেন এসকল ইচ্ছার মৃত্যু না হয়!