সৈয়দ শামসুল হক
সৈয়দ শামসুল হক
জন্ম : ২৭ ডিসেম্বর, ১৯৩৫, কুড়িগ্রাম।
পেশা : লেখালেখি।
প্রকাশিত গ্রন্থ : কবিতা, গল্প, উপন্যাস, কাব্যনাট্য, শিশুসাহিত্য, প্রবন্ধ ও অনুবাদ মিলে দুই শত।
আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার,
নাসিরউদ্দীন স্বর্ণপদক, জেবুন্নেসা-মাহবুবউল্লাহ্ স্বর্ণপদক, আলাওল সাহিত্য পুরস্কার, মযহারুল ইসলাম কবিতা পুরস্কার, সমকাল-ব্র্যাক ব্যাংক পুরস্কার, আইএফআইসি সাহিত্য পুরস্কার এবং রাষ্ট্রীয় একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারে সম্মানিত।
২৭ সেপ্টেম্বর ২০১৬, ঢাকায় এই সব্যসাচী সাহিত্যস্রষ্টার প্রয়াণ ঘটে।