শিহাব শাহরিয়ার

শিহাব শাহরিয়ার

শিহাব শাহরিয়ার। জন্ম: ১৯৬৫, শেরপুর। একাধারে কবি, গবেষক, প্রাবন্ধিক, সমালোচক, সম্পাদক, উপস্থাপক, বাচিকশিল্পী, নির্মাতা ও ভ্রমণপিয়াসী। তাঁর লেখালেখির শুরু ১৯৮০ সালে। নিয়মিত কবিতা, গল্প, প্রবন্ধ ও মাঠ পর্যায়ে ফোকলোর বিষয়ে গবেষণা, ভ্রমণ ও দীর্ঘ চার যুগ ধরে বেতার ও টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করছেন। ২০০৫ সাল থেকে সম্পাদনা করছেন লোকনন্দন বিষয়ক পত্রিকা বৈঠা। বৈঠা’র বেরিয়েছে- ‘জ্যোৎস্না’, ‘বৃষ্টি’ ও ‘গ্রাম’ সংখ্যা। বেরুচ্ছে- ‘সমুদ্র’ সংখ্যা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স এবং এম. এ করেছেন। ২০০৯ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ. ডি. ডিগ্রি লাভ করেছেন। সাংবাদিকতা দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপারের দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত গ্রন্থ ২৬টি। তিনি ভ্রমণ করেছেন- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, বাহরাইন, কাতার, মালয়েশিয়া, জার্মানী, ফ্রান্স, চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, ভুটান, আর্জেন্টিনা, চিলি, সংযুক্ত আরব আমিরাত। তিনি প্রাচুর্য শাহরিয়ার ও সমৃদ্ধ শাহরিয়ার- এই দুই পুত্রের জনক।