সামস আহমেদ

সামস আহমেদ

সামস আহমেদের জন্ম নরসিংদীতে। পিতা মরহুম সুলতান উদ্দিন আহমেদ এডভোকেট ও মাতা মরহুমা আছিয়া সুলতান-এর প্রথম সন্তান। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি (অনার্স) ও এলএলএম, অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় হতে এলএলএম এবং অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বিভিন্ন জার্নালে নিয়মিত গবেষণামূলক নিবন্ধ লিখেন। আইন বিষয়ে অধ্যাপনা করে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। জাতীয় রাজস্ব বোর্ডে সদস্য (কর) হিসেবে কর্মরত ছিলেন। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত কাব্যগ্রন্থ ‘মাধবী তুমি’ ও ‘খণ্ডিতআকাশ’, শিশুতোষ গল্পগ্রন্থ ‘চিলেকোঠার ভূত’, শিশুতোষ ছড়ার বই ‘একশো ভূত’, ছড়ার বই ‘আবোল তাবোল’ এবং টইটম্বুর থেকে প্রকাশিত শিশুতোষ ছড়ার বই ‘শত ছড়ার মেলা’। পাঞ্জেরি প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে কবিতার বই ‘বৃষ্টি ও মেয়েটি’। এছাড়াও তিনি একজন গীতিকার, সুরকার, সংগীতশিল্পী, বংশীবাদক এবং অভিনেতা। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত কণ্ঠশিল্পী ও গীতিকার।
সহধর্মিণী লুৎফুন্নাহার পিকি একজন ঔপন্যাসিক, গল্পকার ও কবি। একমাত্র সন্তান আবরার আহমেদ পড়াশোনার পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিং ও সাহিত্যচর্চার সঙ্গে জড়িত।