সাদ ইসলাম

সাদ ইসলাম

সাদ ইসলামের জন্ম ১৯৯৪ সালে, ঢাকায়। সাদ বর্তমানে অস্ট্রেলিয়ার University of Southern Queensland-G ‘Artificial Intelligence’ (AI) বিষয়ে PhD করছেন। তিনি বাংলাদেশের প্রথম সর্বকনিষ্ঠ ছাত্র যিনি মাত্র ২৭ বছর বয়সে ‘PhD Researcher’ হিসেবে মনোনীত হয়েছেন।
নর্থ সাউথ বিশ^বিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণিতে ব্যাচেলার ডিগ্রি (২০১৯) অর্জন করেন। এরপর সিডনির ম্যাকুয়ারি ইউনিভার্সিটি থেকে বিজনেস, ম্যানেজমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনস এবং মার্কেটিংয়ে মাস্টার্স (২০২১) শেষ করেন।
সাদ মাস্টারমাইন্ড স্কুল এবং ম্যাপল লিপ ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তন ছাত্র। ছাত্রজীবনের পুরোটা তিনি ক্লাব এবং সামাজিক জনকল্যাণমূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন। অলাভজনক প্রতিষ্ঠান ব্লেসিংস ফাউন্ডেশন বাংলাদেশ-এর তিনি সহ-প্রতিষ্ঠাতা (২০১৮)। নর্থ সাউথ বিশ^বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং ঘঝট’র ঙঊঅ-এর নিউজলেটারে এ যাবত distinguished Alumni হিসেবে যাদের উপর ফিচার করা হয়েছে সাদ তাঁদের মধ্যে সর্বকনিষ্ঠ।
বাবা, অধ্যাপক ডা. মো: নজরুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ। মা, অধ্যাপক ডা. বি এইচ নাজমা ইয়াসমিন, শিশু বিশেষজ্ঞ। সাদের শখ ফুটবল খেলা, প্রিয় টিম Manchester United এর খেলা দেখা, লেখালেখি করা, Artificial Intelligence প্রভৃতি বিষয়। ইতোমধ্যে তাঁর ইংরেজিতে লেখা তিনটি গ্রন্থ প্রকাশিত হয়েছে: ড্রিমিং রেইনড্রপস (কবিতা) হাউ টু বিকাম এ সাকসেসফুল স্টুডেন্ট (আত্মউন্নয়নমূলক) এবং লেজেন্ড (উপন্যাস)।
তরুণ লেখক সাদের ৩টি বই-ই বিপুল পাঠক প্রিয়তা অর্জন করে এবং বেস্টসেলার হয়। লেখালেখির পাশাপাশি সাদ প্রতিনিয়ত অনলাইন মাস্টার ক্লাস ও সেমিনারের মাধ্যমে হাজার হাজার তরুণকে অনুপ্রাণিত করে চলছে। তাঁর বিশ^াস বাংলাদেশের প্রতিটি মানুষের অসম্ভব প্রতিভা রয়েছে এবং একদিন এ দেশের তরুণরা সারা বিশে^ ছড়িয়ে পড়বে এবং নিজেদের প্রতিভায় দেশের নাম উজ্জ্বল করবে।