রুহুল আমিন

রুহুল আমিন

জন্ম ১৯৮১ সালে সমুদ্র আর পাহাড় বেষ্টিত চট্টগ্রাম শহরে। সেই বিশাল বিশাল পাহাড় আর বিস্তৃত সমুদ্র যেন তাঁকে দিয়েছে অকৃপণ মননশীলতা। স্কুলে পড়াকালীন লেখা লেখি শুরু করেন বিভিন্ন পত্র-পত্রিকায়। এই লেখালেখি ছুঁয়ে থাকে স্বপ্নের প্রিয় জায়গাটি। ২০২০-এর বইমেলায় ব্যাপক পাঠক সমাদৃত গল্পগ্রন্থ ‘মধ্যবিত্ত’ দিয়ে শুরু হয় পাঠক হৃদয় ষ্পর্শ করার যাত্রা। সেই যাত্রায় একে একে যোগ হয় গল্পগ্রন্থ পিতা, আঠারোতম চিঠি, লইট্টাসুন্দরী। ২০২২-এর বইমেলায় প্রকাশিত ভিন্নধর্মী এক উপন্যাস ‘উনুন’ লেখকের লেখনীর ভান্ডারে যোগ করে সমৃদ্ধির ছোঁয়া। সৃজনশীল সাহিত্য ছাড়াও প্রায় একযুগ ধরে রুহুল আমিন লিখে আসছেন একাধিক জনপ্রিয় প্রফেশানাল বই।