নাসরীন জাহান

নাসরীন জাহান

নাসরীন জাহান জন্মেছেন এক পাহাড়ঘেঁষা গ্রামে। হালুয়াঘাটের সেই সবুজ পাহাড়ের গান তাঁর জন্মক্ষণে হৃদয়ে ঢেলেছিল সুরেলা বোধ। মা উম্মে সালমা আর বাবা আম্বিয়া ফকির দেখলেন তাঁদের মেয়েটির মধ্যে আছে সৃজনশীল দক্ষতা। ছড়া লিখে একা একাই পাঠিয়ে দেয় ঢাকার নামকরা পত্রিকায়। সেসব ছাপাও হয়ে যায়। পাশাপাশি তাঁর গল্প লেখা চলে। ক্রমশ তিনি হয়ে ওঠেন তুখোড় কথাশিল্পী নাসরীন জাহান। জীবনে জীবন যোগ হয়। নাসরীন কবি আশরাফ আহমদের সঙ্গে যৌথ জীবনের গাঁটছড়া বাঁধলেন। ওঁদের জীবনকে পরিপূর্ণ করে এল একমাত্র কন্যা অর্চি অতন্দ্রিলা।