মুনীর আহমেদ

মুনীর আহমেদ

মুনীর আহমেদ, ফেনী জেলা সদরের ছোটধলীয়া গ্রামে ১৯৫০ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতা মৌলভী নূরুজ্জামান পেশায় শিক্ষক। মাতা নাজিরা বেগম। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬-৭০ শিক্ষাবর্ষে ইলেকট্রিকেল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এশিয়া এবং ইউরোপের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে টেলিযোগাযোগ বিষয়ে পড়াশোনা করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস টেলিকম ক্যাডারে, তৎকালীন বিটিটিবি-এর বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর অবসর উত্তীর্ণ সময়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে কমিশনার হিসেবে কাজ করেন। ১৯৭২ সালে কর্মজীবন শুরু করে আধুনিক টেলিযোগাযোগ ব্যবস্থায় বাংলাদেশের উত্তরণের অগ্রযাত্রায় আটত্রিশ বছর তিনি একজন নিবেদিত প্রকৌশলী ছিলেন। তিনি একজন সমাজকর্মী ও বীর মুক্তিযোদ্ধা।
অন্যপ্রকাশ থেকে ২০১৪ সালে প্রকাশিত ‘হুমায়ূন আহমেদ ও যতকথা’ এবং ‘Sepoy Mutiny : a Rajput Mutineer’ গ্রন্থ দুটির তিনি লেখক।