মোকারম হোসেন

মোকারম হোসেন

উদ্ভিদবিষয়ক লেখক ও গবেষক মোকারম হোসেন ১৯৭২ সালের ৩০ অক্টোবর নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার ছনুয়া গ্রামে মাতুলালয়ে
জন্মগ্রহণ করেন। পৈতৃক আবাস একই জেলার বেগমগঞ্জ উপজেলায়, লক্ষণপুর গ্রামে। বাবা
এ. কে. এম ফজলুল করিম ও মা মনোয়ারা বেগম। তিনি ১৯৯৬ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। দেশের শীর্ষস্থানীয় সকল দৈনিক ও সাময়িকীতে বৃক্ষ ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক লেখালেখি করছেন দীর্ঘ দিন।
তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২। বাংলাদেশের নদী, বর্ণমালায় বাংলাদেশ, ছয় রঙের বাংলাদেশ, জীবনানন্দ দাশের রূপসী বাংলার পুষ্প-বৃক্ষ, আমাদের পার্ক ও উদ্যান, বাংলার শত ফুল, তুমি বৃক্ষ আদিপ্রাণ, নিসর্গ আখ্যান, বঙ্গবন্ধুর বৃক্ষ ও প্রকৃতি ভাবনা ও বাংলাদেশের পুষ্প-বৃক্ষ লতা গুল্ম ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য বই।
তিনি বিজ্ঞানসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য
পরিবেশ-বিজ্ঞান শাখায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২, পরিবেশ শিক্ষা ও প্রচারে বিশেষ অবদানের জন্য জাতীয় পরিবেশ পদক ২০১৭, একই বছর পঞ্চম এইচএসবিসি দ্য ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড, ২০০১ ও ২০০৩ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ২০১৯ সালে সিটি ব্যাংক
আনন্দ আলো সাহিত্য পুরস্কার এবং বাংলা একাডেমি পরিচালিত হালিমা শরফুদ্দিন বিজ্ঞান পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।