লুৎফর হাসান

লুৎফর হাসান

লুৎফর হাসান। জন্ম ১৬ ফেব্রুয়ারি। উত্তর টাঙ্গাইলের গোপালপুরের ঝিনাই নদীর দেশ নবগ্রামে বেড়ে উঠেছেন। পড়ালেখা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। লিখছেন বিভিন্ন শাখায়। গল্প, উপন্যাস, মুক্তগদ্য, ছড়া ও কবিতা নিয়ে তাঁর বইয়ের সংখ্যা ত্রিশের মতো। লেখালেখির পাশাপাশি গানেও সমান ব্যস্ত তিনি। গেয়েছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ কিংবা ‘কেমন আছো বন্ধু তুমি’। লেখালেখিতে আজীবন থাকার ইচ্ছে তাঁর।