লামইয়া চৌধুরী

লামইয়া চৌধুরী

লামইয়া চৌধুরী। ডাকনাম স্নেহ। লেখালেখিতে আসেন মায়ের অনুপ্রেরণায়। খুব ছোটবেলা থেকেই লেখালেখির সাথে তিনি মিশে আছেন। মাত্র ১৭ বছর বয়সে তিনি লিখেছিলেন তাঁর প্রথম উপন্যাস। পরবর্তী সময়ে কয়েক বছর পর সেটি বইয়ে রূপ নেয়। তিনি শিখতে ভালোবাসেন। আর ভালোবাসেন নিজের মাকে। তাঁর সবচেয়ে প্রিয় শখ প্রতিনিয়ত নিজেকে ভেঙেচুরে নতুন করে গড়ে তোলা। তিনি স্বপ্ন দেখা এবং স্বপ্নকে সত্যি করায় বিশ্বাসী।