কণিকা রশীদ

কণিকা রশীদ

জন্ম ১ সেপ্টেম্বর ১৯৫৮, ঢাকা। বাবা অধ্যাপক আবদার রশীদ সাহিত্যিক, ছড়াকার এবং অনুবাদক। অনুবাদ সাহিত্যে তিনি বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। পড়ালেখা করেছেন বদরুন্নেসা মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে।
বাবার মৃত্যুর পর ‘বাবাকে মনে পড়ে’ শিরোনামে দৈনিক সংবাদে প্রথম লেখা প্রকাশিত হয়, ২০০৬ সালের ডিসেম্বরে। এরপর ‘বালিকার চোখে মুক্তিযুদ্ধ’, ‘আনন্দের এই ঝরনাধারা’, ‘ভুটান ভ্রমণ’, ‘আঁধারকন্যা’, ‘যুদ্ধ’, ‘মায়াময় পৃথিবী’, ‘খেলা’ ইত্যাদি দৈনিক সংবাদে প্রকাশিত হয়। এ ছাড়াও ‘পানুষ’, ‘চিরকুট’ দৈনিক ইত্তেফাকে এবং ‘পেত্নীর ছানা’, ‘বীর অমি’ ও ‘রোদ্দুর’ দৈনিক সমকালে প্রকাশিত হয়। তা ছাড়াও ‘বনফুলের হাতছানি’, ‘দিগন্তের ওপারে’, ‘লক্ষ্মী ছেলে’, ‘অন্যরকম মা’, ‘স্বর্ণরেণু’, ‘অসীম আকাশ’, ‘ভিনগ্রহের অভিযাত্রী’ ও ‘নাটুর কীর্তি’ নামে আটটি গল্প ঈদসংখ্যা অন্যদিন-এ (২০১২-১৯) প্রকাশিত হয়।
প্রথম গ্রন্থ ‘মেঘলার সোনালি দিন’ প্রকাশিত হয় ২০১১ সালের একুশে বইমেলায়। এরপর বনফুলের হাতছানি (২০১২), দিগন্তের ওপারে (২০১৩), বঙ্কুর বিজয় (২০১৪), মেঘের আড়াল থেকে (২০১৫), অন্যরকম মা (২০১৬), আঁধারকন্যা (২০১৭), রহস্যময় মেঘ (২০১৮), ভিনগ্রহের অভিযাত্রী (২০১৯), নাটুর কীর্তি (২০২০), মুক্তিযুদ্ধের বাছাই গল্প (২০২১), মায়াকানন (২০২২), একজন মুক্তিযোদ্ধা ও একটি মাছি (২০২৩) গ্রন্থগুলো একুশে বইমেলায় প্রকাশিত হয়। গ্রন্থসমূহের প্রকাশক অন্যপ্রকাশ। এটি এই লেখকের চতুর্দশ প্রয়াস।