কাজী এনায়েত উল্লাহ

কাজী এনায়েত উল্লাহ

কাজী এনায়েত উল্লাহ। জন্ম ৮ নভেম্বর ১৯৫৮, ঢাকার বনানীতে। বাবা কাজী আম্বর আলী এবং মা মেহের নিগারের অষ্টম সন্তান। লেখাপড়া ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং প্যারিসের সরবোন ইউনিভার্সিটিতে।
কাজী এনায়েত উল্লাহ ইউরোপের একজন বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষত এয়ারলাইনস, রিয়েল স্টেট, রেস্টুরেশন ও হারমোনিস্ট ব্র্যান্ডের পারফিউম ব্যবসায় তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তিনি ফ্রান্স-বাংলাদেশ ইকোনমিক চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউরোপিয়ান সংগঠন আয়েবার প্রতিষ্ঠাতা মহাসচিব এবং ওয়ার্ল্ড বাংলাদেশ অর্গানাইজেশনের (ডব্লিউবিও) প্রতিষ্ঠাতা সভাপতি।
তিনি একজন প্রেরণাদানকারী সুবক্তা ও সংগঠক। তাঁর মহতী উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা নতুন করে ঘুরে দাঁড়ানোর সাহস ও পথ খুঁজে পান।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে—বিশ^প্রবাস (শব্দশৈলী, ২০১৯), ঞযব খরারহম ডড়ৎষফ (শব্দশৈলী, ২০২০), উপন্যাস—ভালোবাসার রূপান্তর (প্রথমা প্রকাশন, ২০২০) এবং সময়ের প্রেক্ষিতে (প্রথমা প্রকাশন, ২০২৩)। গ্রল্পগ্রন্থ—নিরুদ্দেশ (প্রথমা প্রকাশন, ২০২২) এবং প্রত্যাশা (অন্যপ্রকাশ, ২০২৩)।