হাসানাত লোকমান

হাসানাত লোকমান

"কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলায় হেমন্তের সোনাঝরা রোদে (১৩ অগ্রহায়ণ) জন্ম হয়েছিল তাঁর। সেজন্যই কি মধুমাখা হাসিটুকু সর্বদা অম্লান ? পঞ্চদশ ব্যাচে বিসিএস (প্রশাসন) পরিবারের সদস্য, বর্তমানে যুগ্মসচিব বাংলা একাডেমির সচিব।
হাসানাত লোকমানের ‘সুন্দর সর্বনাশ’ দেশপ্রেম, নারীপ্রেম ও সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদনের এক অনবদ্য-শিল্পিত প্রবাহ। দিগন্ত প্লাবিত চেতনার এক দুলে ওঠা সোনালি শস্যপ্রান্তর। বর্ষাক্রান্ত কল্লোলিত নদীর মতো প্রাণস্পর্শে জাগা... ভালোলাগা।"