হাসান হাফিজ

হাসান হাফিজ

কবি সাংবাদিক হাসান হাফিজের জন্ম ১৫ অক্টোবর ১৯৫৫, সোনারগাঁও উপজেলায়। ৪৮ বছর ধরে সাংবাদিকতা করেছেন দৈনিক বাংলা, কলকাতার সাপ্তাহিক দেশ, জনকণ্ঠ, বৈশাখী টিভি, আমার দেশ, পাক্ষিক অনন্যা, আমাদের নতুন সময়ে। বর্তমানে দৈনিক খবরের কাগজ-এর কপি এডিটর।
প্রকাশিত গ্রন্থসংখ্যা ১৯০। কবিতা অনূদিত হয়েছে ইংরেজি, ফরাসি, স্প্যানিশ, আরবি, উর্দু, হিন্দি, চাকমা ভাষায়।
হাসান হাফিজ জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক। পেয়েছেন শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর স্বর্ণপদক, ডাকসু সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, কলকাতার সৌহার্দ্য কবিতা উৎসব সম্মাননা, ডিআরইউ সাহিত্য পুরস্কার, কবি জীবনানন্দ দাশ সম্মাননা, জাতীয় প্রেস ক্লাব লেখক সম্মাননা।
কবির স্ত্রী শাহীন আখতার ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের প্রাক্তন সহকারী অধ্যাপক। একমাত্র সন্তান ডা. শিহান তাওসিফ গৌরব বিশেষজ্ঞ চিকিৎসক, ডেল্টা মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। বৌমা ডা. ফারহানা আহমেদ ইলা ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক।