ড. ধনঞ্জয় সাহা

ড. ধনঞ্জয় সাহা

মতলবের মোহনপুরে মেঘনা পাড়ে বড় হওয়া ড. ধনঞ্জয় সাহা ক্লাস ফোরে পড়ার সময় থেকেই ছড়া দিয়ে শুরু করেন লেখালেখি। তারপর স্কুল-কলেজের দেয়াল-পত্রিকায় এবং বিশ্ববিদ্যালয় ম্যাগাজিনে। পরবর্তী সময়ে দূরে থাকলেও আশির দশকের শেষ দিকে আবার ফিরে আসেন লেখার রাজ্যে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সনদ লাভের পর ১৯৮২ সালে আসেন যুক্তরাষ্ট্রে এবং রাটগার্স ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ সারে থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। কাজ করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন মেডিকেল কলেজে বিজ্ঞানী, অধ্যাপক ও প্রশাসক হিসেবে। দেশে-বিদেশে শতাধিক বিজ্ঞান ও সাহিত্য সেমিনারে আমন্ত্রিত হয়েছেন বক্তা হিসাবে অথবা সাহিত্য উৎসবে পড়েছেন নিজের কবিতা ও ছড়া। নানা দেশে ছাপা হয়েছে বাংলা এবং ইংরেজিতে তাঁর লেখা গল্প, ছড়া ও কবিতা—বিভিন্ন পত্র-পত্রিকা ও সংকলনে। পুরস্কৃত হয়েছেন তাঁর লেখার জন্য বেশ কয়েকটি দেশ থেকে। তিনি নিউইয়র্কে বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটির প্রতিষ্ঠাতা।