বীথি চট্টোপাধ্যায়

বীথি চট্টোপাধ্যায়

বীথি চট্টোপাধ্যায় নিজস্ব কণ্ঠস্বরের জন্য চিহ্নিত কবি ও সাহিত্যিক। ১৯৫৭ সালের ১১ জুন কলকাতায় জন্ম।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। বিভিন্ন দৈনিক সংবাদপত্রে সাংবাদিকতা দিয়ে লেখার সূচনা। তারপর লিখেছেন কবিতা, গল্প, উপন্যাস, নিবন্ধ। মূলত কবিতার জন্যই অধিকতর পরিচিতি। প্রথম কবিতা প্রকাশিত দেশ পত্রিকায়, ১৯৯৫ সালে। অনেকগুলি কাব্যগ্রন্থের প্রণেতা। সময় এবং মানুষ তাঁর লেখার মূল ভিত্তিভূমি। প্রথম আলো পত্রিকার সম্পাদক। পেয়েছেন বিশেষ কিছু সম্মান ও পুরস্কার। ২০১৩ আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে সুনীল গঙ্গোপাধ্যায় স্মৃতি পুরস্কারে সম্মানিত।
আমেরিকার বঙ্গ সম্মেলনসহ বিভিন্ন দেশ থেকে বারবার আমন্ত্রিত হয়েছেন কবিতার জন্য।
পত্রভারতী থেকে প্রথম উপন্যাস এই বসন্তে। এরপর বেরিয়েছে রুপোর ক্রুশ, যাচ্ছি
দেশ-দুনিয়া, একটুকরো মেঘ, চোখের বালি, কুপ্রস্তাব ও নষ্টামি।