ড. আতিউর রহমান
অধ্যাপক ড. আতিউর রহমান ‘দরিদ্র মানুষের অর্থনীতিবিদ’ এবং ‘সবুজ গভর্নর’ হিসেবে জননন্দিত। বাংলাদেশ ব্যাংকের দশম গভর্নর হিসেবে দায়িত্ব পালনকালে দেশে আর্থিক অন্তর্ভুক্তির নীরব বিপ্লবে অন্যতম প্রধান ভূমিকা রাখায় বিশ^ব্যাপী উন্নয়নমুখী কেন্দ্রীয় ব্যাংকিংয়ের জন্য প্রশংসিত হয়েছেন। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পালন করার আগে ও পরে একজন উন্নয়ন অর্থনীতিবিদ/গবেষক এবং শিক্ষক হিসেবেও সব সময় অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নকে নিজের কাজের কেন্দ্রীয় বিবেচনার জায়গায় রেখেছেন। আজকের বৈশি^ক ও জাতীয় আর্থসামাজিক বাস্তবতায় সর্বকালের দুই শ্রেষ্ঠ বাঙালি—রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর চিন্তা, কর্ম ও দর্শনের প্রাসঙ্গিকতাকে বরাবরই তাঁর লেখালেখি ও গবেষণায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তাই বঙ্গবন্ধুর উন্নয়ন ও অর্থনীতি বিষয়ক ভাবনা ও কর্মকাণ্ড নিয়ে বেশ কয়েকটি বই লিখেছেন এবং পত্র-পত্রিকা-জার্নালে নিয়মিত লেখালেখি করে যাচ্ছেন। তরুণদের মধ্যে বঙ্গবন্ধুবিষয়ক চর্চা বাড়াতে এ বিষয়ে দেশে-বিদেশে জন-বক্তৃতাও দিচ্ছেন নিয়মিত। এখন পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা সত্তরের বেশি। জার্নালে গবেষণাধর্মী নিবন্ধ প্রকাশ করেছেন বহুসংখ্যক। গবেষক/অর্থনীতিবিদ হিসেবে কাজের জন্য এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে আর্থিক সেবাখাতে সৃজনশীল নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় ও আন্তর্জাতিক মহল থেকে প্রচুর সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন। সর্বশেষ পেয়েছেন বাংলা একাডেমি প্রবর্তিত ‘রবীন্দ্র পদক’ এবং রবীন্দ্র একাডেমির দেওয়া ‘রবীন্দ্র সম্মাননা’।