রিমঝিম মাংসবিতান
গল্পের দুনিয়ায় হঠাৎ করেই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। গল্পকারকে একান্ত সাক্ষাৎকার দিতে দিতে তিনি ছুটলেন কুষ্টিয়াগামী বাসে; লালন ফকির আর গগন হরকরার সন্ধানে। মায়া-মফস্বলের মেয়েটি ‘ওই’ ছেলেটির দিকে হাত বাড়িয়ে দিক বা ফিরিয়ে নিক, যেহেতু করুণ করোনা-বাস্তবে বেঁচে থাকাই বড় ঘটনা সেহেতু ঢাকার শেষ আর্মেনিয়ানের এপিটাফটা দিনের রোদ থাকতে থাকতে পড়ে ফেলা ভাল। বৃষ্টি এলে আমরা না হয়...
রিমঝিম মাংসবিতান
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২১
পৃষ্ঠার দৈর্ঘ্য
64
ISBN
978 984 502 758 8
বইয়ের তথ্য
গল্পের দুনিয়ায় হঠাৎ করেই রবীন্দ্রনাথের সঙ্গে দেখা হয়ে যেতে পারে। গল্পকারকে একান্ত সাক্ষাৎকার দিতে দিতে তিনি ছুটলেন কুষ্টিয়াগামী বাসে; লালন ফকির আর গগন হরকরার সন্ধানে। মায়া-মফস্বলের মেয়েটি ‘ওই’ ছেলেটির দিকে হাত বাড়িয়ে দিক বা ফিরিয়ে নিক, যেহেতু করুণ করোনা-বাস্তবে বেঁচে থাকাই বড় ঘটনা সেহেতু ঢাকার শেষ আর্মেনিয়ানের এপিটাফটা দিনের রোদ থাকতে থাকতে পড়ে ফেলা ভাল। বৃষ্টি এলে আমরা না হয় বাহাদুর শাহ পার্কে যাব; সিপাহি বিদ্রোহের বীর শহীদদের রক্তে উপনিবেশ আর সাম্রাজ্যবাদের কাছে বিক্রি হয়ে যাওয়া আমাদের গা ভেজাব। মেঘলা মঙ্গলবারকে বুধবারের দিকে গড়াতে দিয়ে ভাঙা ভাঙা প্রেমের গল্প জোড়া লাগিয়ে চলুন যাই ধানমন্ডির কবিভবনে। কবি নজরুল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর যেখানে পরস্পর বিলি করছেন বিদ্রোহফুল।
সেই সুবাসে বুঁদ হয়ে কড়া নাড়ি নিঠুর হাড়-নগরীর মোহিনী মাংসবিতানে। আরে আরে, আপনাকে-আমাকে থেঁতলে দিয়েও কেমন নন্দনসুরে গাইছে আজকের আকাশ-রিম ঝিম রিম!