বঙ্গবন্ধুর মাতৃভাষাপ্রীতি
একজন বিখ্যাত মানুষের মূল্যায়ন করতে হলে তাঁর ভাষা, ভাষাতাত্ত্বিক দিক এবং তৎসম্পর্কিত পারিপার্শ্বিকতাকে উপেক্ষা করা চলে না। ভাষাবিজ্ঞানে ভাষায় বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিস্বাতন্ত্র্যের স্বীকৃতি স্বীকৃত। বলা আছে, “অনেক সময় লক্ষ করা যায়, কিছু সংখ্যক ভাষাভাষী একই প্রমিত ভাষা ব্যবহার করা সত্ত্বেও ব্যক্তিবিশেষের ভাষায় পরিবর্তন দেখা দিতে পারে। ব্যক্তিবিশেষের ভাষায় এই শ্রেণির পরিবর্তন ‘ব্যক্তিবিশেষের বাকরীতি’ হিসেবে চিহ্নিত করা হয়” (ভাষা ও সাহিত্য...
বঙ্গবন্ধুর মাতৃভাষাপ্রীতি
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৪
পৃষ্ঠার দৈর্ঘ্য
136
ISBN
৯৭৮ ৯৮৪ ৯৮৯০৯ ২ ৮
বইয়ের তথ্য
একজন বিখ্যাত মানুষের মূল্যায়ন করতে হলে তাঁর ভাষা, ভাষাতাত্ত্বিক দিক এবং তৎসম্পর্কিত পারিপার্শ্বিকতাকে উপেক্ষা করা চলে না। ভাষাবিজ্ঞানে ভাষায় বিশিষ্ট ব্যক্তিদের ব্যক্তিস্বাতন্ত্র্যের স্বীকৃতি স্বীকৃত। বলা আছে, “অনেক সময় লক্ষ করা যায়, কিছু সংখ্যক ভাষাভাষী একই প্রমিত ভাষা ব্যবহার করা সত্ত্বেও ব্যক্তিবিশেষের ভাষায় পরিবর্তন দেখা দিতে পারে। ব্যক্তিবিশেষের ভাষায় এই শ্রেণির পরিবর্তন ‘ব্যক্তিবিশেষের বাকরীতি’ হিসেবে চিহ্নিত করা হয়” (ভাষা ও সাহিত্য : আবুল কালাম মঞ্জুর মোরশেদ, পৃ. ঢওঢ)।
ভাষায় সাধু-চলিত (প্রমিত) ও আঞ্চলিক রীতির সংমিশ্রণ বঙ্গবন্ধুর ভাষাকে ব্যক্তিস্বাতন্ত্র্য দিয়ে দারুণ এক উচ্চতায় নিয়ে গেছে। বইয়ের প্রথম কটি পরিচ্ছেদে লেখক সে কথাই বলেছেন।
তবে এ বইয়ের বিস্তার ভাষাতাত্ত্বিক দিক ছাড়িয়ে, বঙ্গবন্ধুর মাতৃভাষাপ্রীতির অলিগলি পর্যন্ত বিস্তৃত। ভাষা ছাড়াও দেখা যাবে বাঙালি জাতীয়তাবাদ, অবিভক্ত বাংলা, জয় বাংলা, দেশের বাইরে বাংলায় ভাষণ, সোনার বাংলা, কারাগারে বাংলা নববর্ষ পালন এবং ভাষা-আন্দোলনের বঙ্গবন্ধুকে। যে ভাষা-আন্দোলনের সূত্রপাত সাংস্কৃতিক প্রেক্ষাপট থেকে, একে রাজনৈতিক মাত্রাযুক্ত করে সে আন্দোলনকে যাঁরা তুঙ্গে তুলে নিয়ে গিয়েছেন, তাদের মধ্যে তৎকালীন ছাত্রনেতা এবং পরে আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর ভূমিকাই সবচেয়ে বড়। রাজনৈতিক মাত্রা যুক্ত না হলে ভাষা-আন্দোলনের সাফল্য কখনোই সম্ভব ছিল না।
এ কথাটাও এ বইতে জোর দিয়ে বলা হয়েছে।