ফিরে এসো তিশা
উল্টো স্রোত বয়ে চলা এক নদীর নাম তিশা। একান্নবর্তী পরিবার থেকে স্বামীকে ফুসলিয়ে অন্যরা যেখানে আলাদা করছে, তিশা সেখানে দেবর-ননদ, শ্বশুর-শাশুড়িকে ডেকে একত্র করে আজিমপুরে সংসার পেতেছে। কিছুদিনের মধ্যেই মা স্বভাবের তিশা পরিবারের সবার কাছে অপরিহার্য হয়ে উঠেছে। অভাবের সংসার চলে না বলে এনজিওতে চাকরিও নিয়েছে সে। তিশার দেবর রঞ্জু মাদকাসক্ত হয়ে পড়লে সংসারে নানা সংকট দেখা দেয়। তিশা দেবর...
ফিরে এসো তিশা
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২১
পৃষ্ঠার দৈর্ঘ্য
128
ISBN
978 984 502 794 6
বইয়ের তথ্য
উল্টো স্রোত বয়ে চলা এক নদীর নাম তিশা। একান্নবর্তী পরিবার থেকে স্বামীকে ফুসলিয়ে অন্যরা যেখানে আলাদা করছে, তিশা সেখানে দেবর-ননদ, শ্বশুর-শাশুড়িকে ডেকে একত্র করে আজিমপুরে সংসার পেতেছে।
কিছুদিনের মধ্যেই মা স্বভাবের তিশা পরিবারের সবার কাছে অপরিহার্য হয়ে উঠেছে। অভাবের সংসার চলে না বলে এনজিওতে চাকরিও নিয়েছে সে।
তিশার দেবর রঞ্জু মাদকাসক্ত হয়ে পড়লে সংসারে নানা সংকট দেখা দেয়। তিশা দেবর রঞ্জুকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের পরামর্শে ফ্যামেলি থেরাপির মাধ্যমে রঞ্জুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম হয় তিশা। কিন্তু নিজেকে নিয়েই পড়ে যায় বিপাকে।
এক অদৃশ্য কৌতূহলের টানেই প্রেমে পড়ে শত বাধা ডিঙিয়ে প্রেমিক মঞ্জুকে পেয়েছিল তিশা। কর্নেল বাবা ধন-সম্পত্তি থেকে বঞ্চিত করেও তিশাকে ফেরাতে পারে নি। মঞ্জুকে সে বিধাতার দেওয়া শ্রেষ্ঠ উপহার মনে করেছে, অথচ...