টানাপোড়েন
তনু সেদিন আরিফের সাথে অনেক ঘুরল, ঢাকেশ্বরী থেকে লালবাগ, সেখান থেকে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকান। লাঞ্চ ও করে ফেলল গাউসুল আজম মার্কেটের ভেতরের একটা রেস্তোরাঁয়।ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসছিল, আরিফ বলল, তনু চলো তোমাকে বাসায় দিয়ে আসি, অনেক দেরি হয়ে গেল।তনু বলল, আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ? আপনার ফোন নম্বরটা দেওয়া যাবে ?আরিফ হো হো করে হেসে ফেলল।ভয় পাচ্ছ ?...
টানাপোড়েন
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৩
পৃষ্ঠার দৈর্ঘ্য
264
ISBN
9789845029759
বইয়ের তথ্য
তনু সেদিন আরিফের সাথে অনেক ঘুরল, ঢাকেশ্বরী থেকে লালবাগ, সেখান থেকে নীলক্ষেতের পুরোনো বইয়ের দোকান। লাঞ্চ ও করে ফেলল গাউসুল আজম মার্কেটের ভেতরের একটা রেস্তোরাঁয়।
ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে আসছিল, আরিফ বলল, তনু চলো তোমাকে বাসায় দিয়ে আসি, অনেক দেরি হয়ে গেল।
তনু বলল, আপনি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট ? আপনার ফোন নম্বরটা দেওয়া যাবে ?
আরিফ হো হো করে হেসে ফেলল।
ভয় পাচ্ছ ? আবার হারিয়ে যাব ?
তনু কথা বলল না, তবে তার চোখে পানি চলে এল । নিজেকে নিজের অনুভূতির জন্য তুচ্ছ মনে হতে লাগল।
এই মেয়ে, তুমি কাঁদছ নাকি ?
তনু অন্যদিকে তাকিয়ে চোখ মুছে ফেলল। আরিফ রিকশায় উঠে তনুর হাতের ওপর হাত রাখল। তনু আরিফের হাতটা শক্ত করে ধরে ফেলল।