জোছনায় ফুল ফুটেছে
এক ফাল্গুন মাসে আমি গ্রামের বাড়িতে গিয়েছি। রাতে অপূর্ব জোছনায় পৃথিবী ভেঙে পড়ছে। শত শত নক্ষত্রও জেগে উঠেছে। পৃথিবী তার সমস্ত সৌন্দর্যের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। জানালা খুলে বিছানায় এপাশ-ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল গভীর রাতে। দরজা খুলে নিঃশব্দে আঙিনায় এসে দাঁড়িয়েছি। জোছনায় গাছপালা প্লাবিত। আমের মুকুল, বাতাবি লেবু আর শাদা ফুলের গন্ধ মন পাগল করে তুলছে। কোনো...
জোছনায় ফুল ফুটেছে
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২১
পৃষ্ঠার দৈর্ঘ্য
96
ISBN
978 984 502 719 9
বইয়ের তথ্য
এক ফাল্গুন মাসে আমি গ্রামের বাড়িতে গিয়েছি। রাতে অপূর্ব জোছনায় পৃথিবী ভেঙে পড়ছে। শত শত নক্ষত্রও জেগে উঠেছে। পৃথিবী তার সমস্ত সৌন্দর্যের রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। জানালা খুলে বিছানায় এপাশ-ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম ভাঙল গভীর রাতে। দরজা খুলে নিঃশব্দে আঙিনায় এসে দাঁড়িয়েছি। জোছনায় গাছপালা প্লাবিত। আমের মুকুল, বাতাবি লেবু আর শাদা ফুলের গন্ধ মন পাগল করে তুলছে। কোনো এক প্রান্ত থেকে হুতুম পেঁচার ডাক ভেসে আসছে- হুদ হুদ হুতুম হুদ।
অদ্ভুত এবং একরকম ভয় জাগানিয়া শব্দ। জোছনা, গন্ধ সব মিলিয়ে বিচিত্র একটা পরিবেশ তৈরি হয়েছে।
আমার মন হু হু করে উঠছে। মনে হচ্ছে শব্দ করে কেঁদে উঠি। সুন্দর এই পৃথিবীতে একদিন আমি থাকব না। কিন্তু পৃথিবী তার সমস্ত রূপ নিয়ে দাঁড়িয়ে থাকবে।
আম গাছের ডালের ভিতর দিয়ে অবাক জোছনার কী রহস্য! মুগ্ধ হয়ে দেখছি। মনে হচ্ছে- জোছনায় যেন ফুল ফুটেছে।