কবিতা কাঁদে
হাতে লেগেছে কবিতার শরীর,হৃৎপিণ্ডের স্পন্দনগুলো একেকটি ইতিবৃত্ত;শব্দহীন আঁধার, চারিদিকে তাবৎ অন্ধকার;তোমাকে লেখা এটিই আমার সর্বশেষ কবিতা,পৃথিবীর আগামী ভোর শুধু আমার আর দেখা হবে না কোনোদিন;একবিংশ শতাব্দীর তৃতীয় দশক হাঁটছে,হেঁটে যাচ্ছে;মানুষগুলো যান্ত্রিক হয়ে আলোর গতিকে পেছনে ফেলে ওড়াচ্ছে রঙিন ফানুস;বর্তমানে ভাবছো তুমিএক ন্যানোসেকেন্ডে বিশ্ব পাড়ি দেবে, অসমীয়া তোমার শক্তি;কে আমি!!আমি, আমার কবিতা, পরাবাস্তবতা,করুণ রসে বেদনার গান,রূপক, উপমা, উপমেয়, উৎপ্রেক্ষা, বিরহ-বিচ্ছেদ, নিঃসঙ্গতার...
কবিতা কাঁদে
প্রথম প্রকাশিত
একুশে বইমেলা ২০২৪
পৃষ্ঠার দৈর্ঘ্য
160
ISBN
9789845028578
বইয়ের তথ্য
হাতে লেগেছে কবিতার শরীর,
হৃৎপিণ্ডের স্পন্দনগুলো একেকটি ইতিবৃত্ত;
শব্দহীন আঁধার, চারিদিকে তাবৎ অন্ধকার;
তোমাকে লেখা এটিই আমার সর্বশেষ কবিতা,
পৃথিবীর আগামী ভোর শুধু আমার আর দেখা হবে না কোনোদিন;
একবিংশ শতাব্দীর তৃতীয় দশক হাঁটছে,
হেঁটে যাচ্ছে;
মানুষগুলো যান্ত্রিক হয়ে আলোর গতিকে
পেছনে ফেলে
ওড়াচ্ছে রঙিন ফানুস;
বর্তমানে ভাবছো তুমি
এক ন্যানোসেকেন্ডে বিশ্ব পাড়ি দেবে,
অসমীয়া তোমার শক্তি;
কে আমি!!
আমি, আমার কবিতা,
পরাবাস্তবতা,
করুণ রসে বেদনার গান,
রূপক, উপমা, উপমেয়, উৎপ্রেক্ষা,
বিরহ-বিচ্ছেদ, নিঃসঙ্গতার রাত,
নৈঃশব্দের শূন্যতা, একাকিত্ব, ছন্দপাত;
আমি কাঁদি, কাঁদে আমার কবিতা,
নির্ঘুম রাতে কাঁদতে থাকি,
চিৎকার করে কেঁদে উঠি;
আহা
কবিতা!