
চিঠি (Chithi)
মুখের ভাষা যেখানে নীরবচিঠি, তুমি যেন একটি সেতু,দূরের মানুষের হৃদয়ের একে অপরের সাথি।চিঠির কাগজে লেখা প্রতিটি শব্দহৃদয়ের গোপন কথা, যা ছড়িয়ে দেয় ভালোবাসার তৃপ্তি। চিঠি তখনই আসে, যখন আমরা দূরে;শব্দের মাঝে ভরে ওঠে এক আলাপ, এক সুর।একটু কষ্ট, একটু সুখ, এক চিহ্ন পুরোনো;চিঠির পাতায় সবার গল্প রয়ে যায় চিরকাল, অম্লান। কখনো তুমি জীবনের গল্প শোনাও,কখনো তুমি এক অজানা পৃথিবী;প্রেমের বার্তা, বিরহ-বিচ্ছেদ,...

চিঠি (Chithi)
প্রথম প্রকাশিত
জুন ২০২৫
পৃষ্ঠার দৈর্ঘ্য
48
ISBN
978 984 529 021 0
বইয়ের তথ্য
মুখের ভাষা যেখানে নীরব
চিঠি, তুমি যেন একটি সেতু,
দূরের মানুষের হৃদয়ের একে অপরের সাথি।
চিঠির কাগজে লেখা প্রতিটি শব্দ
হৃদয়ের গোপন কথা, যা ছড়িয়ে দেয়
ভালোবাসার তৃপ্তি।
চিঠি তখনই আসে, যখন আমরা দূরে;
শব্দের মাঝে ভরে ওঠে এক আলাপ, এক সুর।
একটু কষ্ট, একটু সুখ, এক চিহ্ন পুরোনো;
চিঠির পাতায় সবার গল্প রয়ে যায় চিরকাল, অম্লান।
কখনো তুমি জীবনের গল্প শোনাও,
কখনো তুমি এক অজানা পৃথিবী;
প্রেমের বার্তা, বিরহ-বিচ্ছেদ, পত্রমিতালী।
তোমার আশায় ক্লান্ত হয় অপেক্ষা,
তোমার আগমন এক স্বস্তির শ্বাস;
তুমি এলে সবকিছুই হয়ে যায় দারুণ সুন্দর।
কাগজ আর শব্দমালার মাঝে তুমি ধরে রাখো সময়,
স্মৃতির পাতা হয়ে চিরকাল থেকে যাও;
চিঠি, তুমি যতই পুরোনো হও,
তোমার শব্দের গুরুত্ব কখনো কমবে না।