সরকার আমিন (Sarker Amin)
সরকার আমিনের জন্ম ২৯ সেপ্টেম্বর ১৯৬৭, সুহিলপুর, ব্রাহ্মণবাড়িয়ায়।
পিতা : সিরাজুল ইসলাম, মাতা : হামিদা বেগম।
জীবনসঙ্গী : শাহনাজ মুন্নী।
সন্তান : যৌথ মনীষা ও যুক্ত মনন।
বর্তমান নিবাস : প্রশান্তিবাড়ি, সোনারগাঁ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে মাস্টার্স করেন। ১৯৯০-এর ব্যাচ। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫ সালে ‘কবিতার চিত্রকল্প’ বিষয়ে গবেষণা করে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।
১৯৯৪ সাল থেকে বাংলা একাডেমিতে কর্মরত। বর্তমানে তিনি পরিচালকের দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত গ্রন্থের সংখ্যা ত্রিশের কাছাকাছি।
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : চোখের জলে শ্যাওলা থাকে না, মূর্ধন্য, ২০২০; সেক্স ও স্পিরিচুয়াল কবিতা (দ্বিভাষিক: বাংলা-ইংরেজি), চৈতন্য, ২০১৭; ইস্ত্রি করা জীবন আমার ভাল্লাগে না, চৈতন্য ২০১৬; প্রেম ও প্যারাসিটামল, ধ্রুবপদ, ২০১২; আমার স্নেহের কবিতা, মঙ্গলসন্ধ্যা, ২০১০; বিবাহিত প্রেমের কবিতা, মঙ্গলসন্ধ্যা, ২০০৮; ইহকাব্য, মঙ্গলসন্ধ্যা, ২০০৪; সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মঙ্গলসন্ধ্যা, ১৯৯২; রুদ্ধশ্বাস বৈঠকের পর (যৌথ গ্রন্থ), মঙ্গলসন্ধ্যা, ১৯৯০।
গবেষণা / দর্শন / মুক্ত অনুবাদ : সত্তার সাথে কথাবার্তা; কবিতার চিত্রকল্প, বাংলা একাডেমি, ২০০৬ / (পাঠক সমাবেশ সংস্করণ, ২০২৪); ক্ষণিকা, মূর্ধন্য, ২০১১; মুহূর্তের দর্শন, নন্দিতা প্রকাশ, ২০১৫; এ জার্নি বাই লাইফ, বাতিঘর, ২০১৯; তাও তে চিং (অনুবাদ), বাংলা একাডেমি, ২০০৮।
Filter
Sort by:

